প্রত্যেক কথার বিপরীতে আমরা যুক্তি হাজির করি। নিজেকে যুক্তিশীল ভাবতে ও প্রমাণ করতেও সদা সচেষ্ট থাকি। কিন্তু বাস্তবে তা ঠিক কতোটা কার্যকর? এ-বিষয়ে পড়ুন মো. আব্দুল হামিদের বিশ্লেষণ… মার্কেটিং জগতে বহুল স্বীকৃত এক ধারণা হলো—ক্রেতাই রাজা! মাঝেমধ্যে...
তথ্যের চাপে পিষ্ট হওয়া অনিবার্য হয়ে ওঠার প্রেক্ষিতে মো. আব্দুল হামিদ লিখেছেন এত তথ্যের কী দরকার? এক ভদ্রলোক আইনস্টাইনকে লিখলেন, আমি খুব সম্ভবত পাগল হয়ে যাচ্ছি; এমতাবস্থায় যদি করণীয় বলতেন। তিনি নাকি সোজাসাপ্টা জবাব দিয়েছিলেন– আপাতত সংবাদপত্র...