একটা প্রশ্ন কয়েকদিন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে। বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী তা আরও উস্কে দিল। এই সংস্থাগুলো বলছে, চীন এখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি! করোনা পরবর্তী বিশ্বে ২০২৪ সালেও তারা শীর্ষেই থাকবে, এমনকি ২০৩০ সালেও…
আমার ভাবনার জায়গাটা হলো– মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আমাদের মুখস্ত। এমনকি তাদের বিভিন্ন তত্ত্ব, বক্তব্য, ও কার্যক্রম সম্পর্কে জানা রুটিনে পরিণত হয়েছে। ওয়ারেন বাফেট, বিল গেটস, স্টিভ জবস, জেফ বেজোস, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, অপরাহ উইনফ্রে, জাকার বার্গদের নাম জানে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল।
কিন্তু যে চীন ক্রমেই গোটা দুনিয়ার অর্থনীতিকে গ্রাস করে চলেছে– তার দেশের ঠিক কয়জন ব্যবসায়ীর নাম আপনি জানেন? আলি বাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা’র কথা বলবেন তো? খুব ভালো।
কিন্তু এর বাইরে একটা নামও কী মনে করতে পারছেন? নীচের ছবিতে যে চারজনকে দেখা যাচ্ছে তাদের একজনের নামও জানেন? আমি জানি না! এমনকি প্রবল ক্ষমতাধর এই রাষ্ট্রটির সরকার প্রধানের নামও ঠিক কয়জন জানে?
আপনার কী মনে হয়– এর পেছনে রহস্যটা কী? কীভাবে নীরব বিপ্লবের মাধ্যমে চীন বিশ্বের বৃহত্তম অর্থ নীতি হয়ে উঠছে? তা নিয়ে ভাবার কোন কারণ নেই কী? আমার তো মনে হয় চিন্তাশীলদের জন্য এর মধ্যে বিশেষ ভাবনার খোরাক রয়েছে…
আমি যা ভাবছি, আপনিও কী তাই ভাবছেন? প্রথমে আপনারটা শুনি। তারপরে না হয় সেটা মেলানো যাবে…
© Md. Abdul Hamid (মো. আব্দুল হামিদ)। আমাদের দেশের ব্যতিক্রমী এক উদ্যোক্তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
